শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে কম্বাইন হারভেস্টার যন্ত্র প্রদর্শনী শেষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা কাচিভাঙ্গা হাওরে কম্বাইন হারভেস্টার যন্ত্র প্রদর্শনী শেষে দরগাপাশায় মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অতিঃ দাঃ) শওকত উসমান মজুমদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সহকারী অফিসার মোঃ জহুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ হাবিবুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, জুয়েল রানা, আবু তাহের, কৃষক হুছবান উদ্দীন বাহার প্রমূখ।