রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সিলেট নগরীর ভার্থখলা ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান বুধবার রাতে দৈনিক সিলেট সুরমা অফিসে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সিলেট মহানগর ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান বক্ত, মোঃ মধু মিয়া, ব্যবসায়ী সমাজসেবী মোঃ আবুল হাসনাত, মোঃ সেলিম রানা, দৈনিক সিলেট সুরমা’র ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম রুকন, নিউজ ইনচার্জ নোমান বিন আরমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্ততর সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য ফটো সাংবাদিক এম.এ খালিক সহ সুরমা পরিবারের সদস্যবৃন্দ। সংবর্ধনার জবাবে এমদাদ হোসেন চৌধুরী দীপু বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সংবাদপত্রে দীর্ঘদিন যাবৎ কাজ করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। প্রবাসে গিয়েও যাতে সমাজের উন্নয়নে কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া প্রার্থী।