সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ইয়েমেন থেকে ছোড়া মর্টার শেলের হামলায় সৌদি আরবের একটি হাসপাতালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ খবরটি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার নিহতের এ ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিহত দুই বাংলাদেশি হলেন টাঙ্গাইল জেলার নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। দুজনেই মর্টার শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে কর্মরত ছিলেন।