মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ-১ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনই নির্বাচন করছেন। শুক্রবার সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী নিয়ে দ্বিধাদ্বন্দে থাকা নেতাকর্মীরা এই খবরে উজ্জীবিত হয়েছেন। তারা নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে মহাজোটের প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। ফলে এ নিয়ে আর কেন দ্বিধাদন্ধ রইলনা।
আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের জন্য ২৪০টি আসন রেখে জোটের অন্যান্য শরিকদের ৬০টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই তিন প্রার্থীদের হাতে মহাজোটের মনোনয়নপত্র তুলে দিচ্ছেন।