রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রানকেন্দ্র ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে একটানা বিকাল ৩টাপর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে আনন্দ মুখর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জুয়েল মিয়া। তার প্রাপ্ত ভোট ১৫৯টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বপন কুমার তালুকদার পেয়েছেন ১০২ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির জিলানী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মিয়া। তার প্রাপ্ত ভোট ১৪২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল ইসলাম মিলন পেয়েছেন ১২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন মুজিব, কোষাধ্যক্ষ পদে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজ আব্দুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির পেয়েছেন ১১৩ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান, সুরুক মিয়া, আখলিছ মিয়া, মৃদুল দাস, মইন উদ্দিন ও শাহাব উদ্দিন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া , প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।
ফলাফল ঘোষণা হওয়ার পরপরই বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।