মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

জামালগঞ্জে স্কুল ছাত্র আহত

Amar surma logo

সাইফ উল্লাহ:
সুনামগঞেআজর জামালগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আহতের পিতা জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ করেন।
অভিযোগ করেন উপজেলার ভীমখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. লৎফুর রহমান।
অভিযোগ থেকে জানা যায়, বিবাদী মো. দুলাল মিয়া (৩৫), মো. সুজাত মিয়া (৩০), মো. কয়েস মিয়া (২৮), মো. হোসাইন (২৬), হাসাইন (২৪) সহ আরও কয়েক জন। বিবাদীগণ উগ্র দাঙ্গাবাজ একদল ভুক্ত আতœীয়বাধ্য বটে, আমি নিরিহ আইন মান্যকারী লোক। আমার ছেলে, জাব্বির হোসেন স্বাক্ষী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে আমার ছোট ছেলে ২নং স্বাক্ষী রবিউল হাছান এর সাথে বিবাদী দুলাল মিয়ার ছেলে মান্না দৌড়া দৌড়িতে একে অন্যের সাথে ধাক্কা লাগিলে এর জের ধরে বাচ্ছারা মারামারির এক পর্যায়ে আমার বড় ছেলে জাব্বির হোসেন এসে থামিয়ে দেয়। আমার ছেলে বিদ্যালয়ে থাকা অবস্থা মো. দুলাল মিয়া বিদ্যালয়ের সামনে আসিয়া একা পাইয়া শার্টের কলার ধরিয়া টানা হেছরা করিয়া মাটিতে ফেলে দেয় এবং এলো পাতারী কিলঘুষি, লাথি মারিয়া শারা শরিল নিলাফুলা জখম করে। প্রাণে বাঁচার জন্য আতœ চিৎকারে আশপাশ লোক আসিয়া জাব্বির হোসেন রক্ষা করে। নতুবা বিবাদী গণ আমার ছেলেকে প্রাণে হত্যা করিত। পরে আমার বাড়ীর পাশে আসিয়া হুমকি দেয়। পূর্বে এই বিষয়ে থানায় মামলা হলে থানায় আসিয়া ভবিষ্যতে আর কোন সময় এমন ঘঠনা করিবে না বলিয়ে ক্ষমা প্রার্থী হয়। জাব্বির হোসেনকে জামালগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা করাই। বিষয়টি ন্যায় বিচার প্রার্থনা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com