শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলূমের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা লোকমান হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা জুনাইদ বাবুনগরী।
মাদরাসার শিক্ষক ক্বারী মুহাম্মদ ইদ্রিস ও মাওলানা শাহাদাত হুসাইনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারি, ঢাকাস্থ বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম আল্লামা মুফতি আরশাদ রহমানী, আন্তর্জাতিক মুসলিম স্কলার ফোরামের সদস্য ও মারকাজুল উলূম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, আল্লামা জুনাইদ আল হাবিব ঢাকা, আল্লামা খুরশিদ আলম ক্বাসেমী, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার, কাফকো জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা আবুল হুসাইন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, দৈনিক ইনকিলাব পত্রিকার দিরাই উপজেলা সংবাদদাতা ও জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মিনহাজ উদ্দিন নাঈমসহ মাদরাসার সকল শিক্ষকবৃন্দ।