মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
মো. রাসেল মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ):
“সুস্থ দেহে সুন্দর মন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগী শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর মশাল প্রজ্জলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল প্রধান অতিথি থেকে এই খেলার শুভ উদ্ভোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠান শুরুর পূর্বে সহকারি প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, জামালগঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বীন বারী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সীতোষ কুমার তালুকদার, তাইয়েবুন নেছা আফিন্দী, অর্চনা রানী তালুকদার, ইয়াসমিন চৌধুরী, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামল খাঁন, সাইফুল ইসলাম প্রমুখ।