বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : পণ্য পরিবহণে বাধার অভিযোগ এনে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে নেপাল। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে নেপালের উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং এ অভিযোগ করেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী এ সময় জাতিসংঘের মহাসচিবকে বলেন, ভারতের বাধায় সীমান্ত দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝাই ট্রাক নেপালে প্রবেশ করতে পারছে না। তাদের ট্টানজিট স্বাধীনতায় যেন প্রতিবন্ধকতা না করা হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন। নেপালের মতো যেসব দেশের সমুদ্র সীমান্ত নেই, সেই সব দেশের বাণিজ্য পথ সুগম করার জন্য ভিয়েনা চুক্তি অবিলম্বে কার্যকর করারও দাবি জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী প্রকাশ মান সিং। সীমান্তে অচলাবস্থার জন্য নেপালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সূত্র: আইআরআইবি