সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সিমান্তবর্তী শাহ আরফিন (রা:) এর ওরশ ও বারুণী মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষার তাগিদে শাহ আরেফিন এর ওরস ও বারুণী মেলা বন্ধ ঘোষণা করা হয়।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্তে উপনিত হয়। এতে হিন্দু মুসলিম দূই সম্প্রদায়-এর বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, সিভিল সার্জন, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের ডিডিএলজি মোহাম্মদ এমরান হোসেন।
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ২৮ বিজিবি অধিনায়ক লে কর্ণেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সামস উদ্দিন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, ইমাম মোয়াজজিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায় বিজয় তালুকদার বিজূ, এডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।