সাইফুর রহমান, ওমান প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওমানে মঙ্গলবার প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে।
ওমান মাস্কাট স্বাস্থ্য মন্ত্রনালয়,অনলাইনে জারি করা একটি বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ৭২ বছর বয়সী এক ওমানি নাগরিক করোনভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এটি ওমানে করোনভাইরাস দ্বারা আক্রান্ত প্রথম মৃত্যু।
দেশটিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাড়িয়েছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ টেকাতে দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।