বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ১২ সন্তানের জননী বৃটেনের শেরিল প্রুধাম প্রতিবছর সরকারি ভাতা পান ৪০ হাজার পাউন্ড। এ নিয়ে অনেকে অনেক কথা বলেন। মিররের এক প্রতিবেদনে শিরোনামে প্রশ্ন রাখা হয়েছে, ইনি কি বৃটেনের সবথেকে নির্লজ্জ মা? তবে কে কি বললো তা নিয়ে শেরিলের কিছু যায় আসে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সম্প্রতি চ্যানেল ফাইভ এর এক প্রামান্যচিত্রে উঠে এসেছে ঘটনাটি। প্রামান্যচিত্রের নাম ‘বেনিফিটস: বৃটেনস মোস্ট শেমলেস মম।’ অনুষ্ঠানটিতে শেরিল বলেন, সরকার আমাকে যা দিচ্ছে আমি শুধু তা নিচ্ছি। আমি অর্থ পাওয়ার জন্য সন্তান নেই নি। অর্থ যদি দেয়া হয় আমি তাতে না করবো না। ৩৩ বছরের শেরিল জানিয়েছেন, সন্তানদের পেছনে বছরে তিনি ও তার স্বামী রব ব্যায় করেন ২০ হাজার পাউন্ড। আর এটা শুধু জন্মদিন আর ক্রিসমাসের খরচ।