সাইফুদ্দীন সুফিয়ান, স্টাফ রিপোর্টার:
আল্লামা আহমদ শফি সাহেবের পুত্র মাওলানা আনাস মাদানীকে হাটহাজারি মাদ্রাসা থেকে বহিস্কারসহ পাঁচদফা দাবীতে আজ দুপুর থেকে মাদ্রাসায় ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে।বিভিন্ন শ্লোগানে উত্থাল হয়ে উঠে হাটহাজারি মাদ্রাসা ক্যাম্পাস। দাবী আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা।
আন্দোলনকারীদের ৫ দাবীনামা একটি লিফলেট বিতরণ করা হয় বিক্ষোভে। সেখানে তারা যে সব দাবী উত্তাপন করেছে, এক. মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদরাসা থেকে বহিষ্কার করতে হবে। দুই. ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। তিন. শায়খুল হাদিস আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে। চার. উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার নিকট পূর্ণ ন্যস্ত করতে হবে। পাঁচ. বিগত শুরার হক্কানী আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।
উদ্ভুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ইমার্জেন্সি মজলিসে শুরার বৈঠক ডেকেছেন হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফি সাহেব। ইতিমধ্যে বেশ কিছু শুরা সদস্য মাদরাসায় উপস্থিত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী বিক্ষুব্ধ ছাত্ররা মাদরাসার মাঠে শুরা সদস্যদের জন্য চেয়ার সাজিয়ে রেখেছে।তাদের দাবী সিদ্ধান্ত হবে প্রকাশ্যে।কোনো লুকাচুরি চলবে না। . উল্লেখ্য, গত কয়েক মাস যাবত হাটহাজারী মাদরাসার শিক্ষক আল্লামা শফিপুত্র আনাস মাদানীর বিরুদ্ধে মাদরাসার শিক্ষকদের নিয়োগ-পদায়নে দুর্নীতি ও হস্তক্ষেপ, মাদরাসার শুরা ও বেফাকের মিটিংয়ে উদ্দেশ্যমূলক প্রভাব বিস্তার, আল্লামা বাবুনগরীকে নানাভাবে হয়রানি, নিজের পিতা আল্লামা আহমদ শফীকে বিভিন্ন ক্ষেত্রে অপব্যবহারসহ নানা অভিযোগের কারণে মাদরাসার ছাত্রসহ দেশের আলেম সমাজের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, সেই ক্ষোভেরই প্রথম আত্মপ্রকাশ বা ছাত্র পর্যায়ের বিস্ফোরণ হলো আজকের এই অবস্থান-বিক্ষোভ।
এই খবর লেখা পর্যন্ত জানা গেছে, ছাত্ররা হাটহাজারী মাদরাসার ভেতরের ক্যাম্পাসকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ময়দানে অবস্থান করছেন। মাদরাসা কর্তৃপক্ষকে মাইকে তাদের দাবি আদায় করতে আহ্বান জানাচ্ছেন।
তবে এখনো পর্যন্ত বিপরীত পক্ষের কাউকে পাল্টা অবস্থান নিতে শোনা যায়নি।
নির্ভরযোগ্য সূত্রমতে, হাটহাজারী মাদরাসার বাইরে গেটের সামনে আইনশৃংখলা বাহিনী অবস্থান গ্রহণ করেছে। ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে মাইকে বলা হচ্ছে যে, হাটহাজারি মাদরাসার আভ্যন্তরীণ সমস্যার সমাধান দিবেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম। প্রশাসনকে এব্যাপারে নাক না গলাতে আহবান জানানো হচ্ছে।
আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, ছাত্রদের যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তাদের উপর কোন ধরণের হামলা চালানো হলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।