ঐতিহ্যবাহী দারুল উলুম দৌলতপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষ গড়ার কারিগর শায়খ মুজ্জাম্মিল আলী ছাতকী হুজুর রাহিমাহুল্লাহর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় দৌলতপুর মাদরাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাযের ইমামতি করেন শায়খের বড়ছেলে মাওলানা সিরাজুল হক।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান, দিরাই জামেয়ার সাবেক মুহতামিম, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সহসভাপতি মুফতি শফীকুল আহাদ শাকিতপুরী, চান্দিপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুদ্দিন আহমদ, দৌলতপুর মাদরাসার শিক্ষাসচিব শায়খ মাওলানা তাহির আহমদ দৌলতপুরী, সিলেট জেলা বারের আইনজীবী জনাব আলী আশকর, জগদল ইউপি চেয়ারম্যান জনাব শিবলী আহমদ বেগ, লুতফুর রহমান এওর মিয়া, সাজ্জাদ আলী স্যার প্রমুখ।