বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা শাখার উদ্যোগে জমিয়ত সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি, সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) স্মরণে আলোচনা সভা ও নবীন আলেমদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার স্থানীয় পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপজেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফেজ বজলুর রহমান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ এমরান হোসাইন রাজির যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, যুব জমিয়তের সহ সভাপতি মুফতি জাবের কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মুফতী মহিউদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা আবদুল হাই, ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ ওয়াসীক বিল্লাহ হিব্বান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানসহ ইংরেজদের হাত থেকে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করে স্বাধীন দেশ উপহার দিয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলায় জমিয়ত সদা প্রস্তুত রয়েছে। আদর্শ দেশ প্রেমিক গঠনের লক্ষ্যে ছাত্র জমিয়ত সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো বাতিল শক্তির মোকাবেলায় ছাত্র জমিয়তকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।