শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০/১২ জনেরও বেশি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
মৃত আরেক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, পাহাড় ধসে ৫ জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জেনেছি। এ সময় ১০/১২ জন আহত হয়েছে। তিনি প্রশাসনের প্রতি দাবি জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত সরিয়ে নেওয়ার।
গত দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।