মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মৌলভীবাজার-৩ আসনে সায়রা মহসীন দলীয় মনোনয়ন পাচ্ছেন!

মৌলভীবাজার-৩ আসনে সায়রা মহসীন দলীয় মনোনয়ন পাচ্ছেন!

we69-300x164আমার সুরমা ডটকম : মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যুদ্ধে দেবর-ভাবীর মধ্যে সমঝোতা হয়েছে। প্রয়াত সমাজকলাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী এবং সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন দুই জনই মনোনয়ন প্রত্যাশি ছিলেন। এ নিয়ে কিছুটা টানাপোড়ন তৈরী হয়েছিলো। স্থানীয় আওয়ামীলীগের একটা অংশ সৈয়দ লিয়াকত আলীকে সমর্থনও দিয়ে ছিলো। তবে কেন্দ্রীয় আওয়ামীলীগ-এর সমর্থন সমাজকলাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন-এর প্রতি থাকায় ভাবীকে সমর্থন করে সৈয়দ লিয়াকত আলী উপ-নির্বাচনে মনোনয়ন যুদ্ধ থেকে সরে দাড়িঁয়েছেন। এছাড়া মনোনয়ন যুদ্ধে ক্ষমতাসীন আওয়ামীলীগের অন্তত আরো ৭ জন প্রার্থী রয়েছেন। তবে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর ব্যাপক জনপ্রিয়তায় সৈয়দা সায়রা মহসীন শেষ পর্যন্ত দলীয় সমর্থন পাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা ও উপজেলা শাখার অধিকাংশ আওয়ামীলীগ নেতৃবৃন্দ সৈয়দ মহসীন আলীর অনুসারী ছিলেন। তাদের অধিকাংশই সৈয়দা সায়রা মহসীন আলীর পক্ষে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। দলীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে রাজনগরের গালফ্ কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, রাজনগর উপজেলার অন্তর্ভুক্ত ৮টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। সকল নেতৃবৃন্দ সৈয়দা সায়রা মহসীনকে মনোনয়ন প্রাপ্তিতে তাদের সমর্থন ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com