শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দু’জনকে আটক করেছে। তারা হলো, মো. খোকন মিয়া (২৬) ও মো. ফারুক (২৪)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার কাপ্তাই থানার এএসআই (নিঃ) মোঃ আজাদ হোসেন, এএসআই (নিঃ) সাখাওয়াত হোসেন ও এএসআই (নিঃ) লিমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. খোকন মিয়া ও মো. ফারুককে আটক করে। তারা জি আর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলো। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।