শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলা মিনি ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলসহ পূনরায় নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সভাপতি পদপ্রার্থী মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি আইয়ুব খাঁন, সাধারণ সম্পাদক পদ প্রার্থী আলী আকবর আবু, সাধারণ সম্পাদক পদ প্রার্থী কিশোর চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও কোষাধ্যক্ষ পদ প্রার্থী মোঃ কামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমাদের নির্বাচনে মোট ৬শ ২২টা ভোট কাষ্ট হয়। নির্বাচন পরিচালনা কমিটি মাত্র ৫শ ৮৩টা ব্যালট পেপার প্রদর্শন করে। বাকী ৩৯টা ব্যালট পেপার গায়েব। উপস্থিত প্রতিদন্ধী প্রার্থীগণ গায়েব ব্যালট পেপার প্রদর্শনের অনুরোধ জানালে, তারা সেগুলো প্রদর্শনে ব্যার্থ হয়। রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমানকে আমরা বিশ্বাস করে, নির্বাচনের দায়িত্ব দেই। আশা করেছিলাম নিরপেক্ষভাবে শ্রমিকদের কাজ করবে, কিন্তু তিনি পক্ষপাতিত্ব করেছেন। যে কারেন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষনিকভাবে উত্তেজিত শ্রমিকদের শান্ত করতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ভোট সংশ্লিষ্ট সমস্থ কাগজ-পত্র নিয়ে যায়। ৭২ঘন্টা পরও ফলাফল ঘোষণা করতে ব্যর্থ হয়। সাংগঠনিক কার্যালয়ের বাইরে গিয়ে কাল্পনিকভাবে কোন ধরনের ফলাফল ঘোষণা করলে তা আমরা মানব না। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পূনরায় নির্বাচন চাই। পূনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে। সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত বিক্ষুব্ধ শ্রমিকরা পূনরায় নির্বাচন দাবী করে শ্লোগান দেয়।
উল্লেখ্য, গত সোমবার (২৭ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন’র নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন বিষয়ে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, নির্বাচনে শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, দু’জন কাউন্সীলর ও অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এখানে কারচুপির কোন সুযোগ নেই।