শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
দেশের প্রবীণ আলেম রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সাবেক সিনিয়র শিক্ষক এবং সাভারের বাগ্নিবাড়ি মাদরাসার সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল হক ভূঁইয়া আর নেই। তিনি (১৬ জানুয়ারি) গতরাত দুইটার দিকে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলামী ঐক্যজোটের সাবেক সদস্যসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে তিনি দেশের মুক্তিবাহিনী ও দেশের পক্ষে জনমত গঠনে সহযোগিতা করেন। জমিয়তের জন্য আজীবন কাজ করেগেছেন।
মাওলানা জহিরুল হক ভুইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এবং ইছলাহুল মুসলিমীন বাংলাদেশর প্রতিষ্ঠাতা আমীর শাহ সুফি হযরত মাওলানা আবুল বাশার পীরসাহেব শাহতলী (হাফিজাহুল্লাহ)। এক বিবৃতিতে পীরসাহেব শাহতলী বলেন, জাহিরুল হক ভুইয়া সাহেব দ্বীনের একজন নিরলস মুজাহিদ ছিলেন। আমরা একসাথে জমিয়তের কাজ করেছি। শায়খে কৌড়িয়া, মাওলানা মুহিউদ্দীন খান, শামছুদ্দীন কাসেমী, মাওলানা আশরাফ আলী শায়খে বিশ্বনাথী (র) প্রমুখের সাথে আকাবিরদের সংগঠন জমিয়তের প্রচার প্রসারে মরহুম জহিরুল হক ভুইয়ার অবদান অনস্বীকার্য।
এদিকে যুব জমিয়ত বাংলাদেশর সভাপতি মাওলানা তাফহিমুল হক, সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী অনুরুপভাবে প্রবীন জমিয়ত নেতা মাওলানা জহিরুল হক ভুইয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।