রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের ভয়েজ অব আল কুরআনের উদ্যোগে রোববার সকাল ১০টা থেকে প্রতিযোগিতায় যথাক্রমে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ৭০ জন প্রতিযোগীর অংশগ্রহনে সংগঠনের সভাপতি হা. জাবেদ আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক হা. আবুল হাসনাত ও সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ আনসারের যৌথ পরিচালনায় সিলেট শহরের জামেয়া হোসাইনিয়া আসআদুল উলূম উপশহর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ তোফায়েল চৌধুরী ও সিলেট মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তানভির আহমদ’র বিচার কার্যের মাধ্যমে পরিক্ষা নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভয়েজ অব আল কুরআনের উপদেষ্টা, এলাকার মুরব্বি ও তৌহিদী জনতা বিভিন্ন মাদরাসার শিক্ষকরা এবং ওলামায়ে কেরামসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্টান শেষে সন্ধা ৭টায় স্থানীয় হরিনগর নবীনগর রওজাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা প্রঙ্গনে বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয়।
পুরস্কৃতরা হলেন ১ম পুরুষ্কার অর্জন করে টিএম হিফজুল কোরআন একাডেমি জগন্নাথপুরের ছাত্র রুকন উদ্দীন, ২য় পুরুষ্কার জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি মাদরাসার ছাত্র সোলেমান হোসেন, ৩য় পুরুষ্কার জামিয়া ইসলামিয়া ভাতগাও মাদরাসার ছাত্র মুশফিকুর রহমান। এছাড়াও সর্বমোট ১০টি পুরস্কার প্রদান করা হয়। শ্রীধরপাশা দারুল উলূম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইমদাদুল্লাহ তোয়াকুলীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।