শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা পূত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝুমা সরকার (৩৫) ও তাঁর পূত্র দ্বীপ সরকার (২)। ঝুমা সরকারের স্বামী দেবজ্যুতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় তাঁর ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য দুপুর ১২ টার দিকে ঝুমা সরকার তাঁর বাড়ির পাশের টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে যায় টিউবওয়েলের উপরে। তৎক্ষনাৎ মা ও পূত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় আহত হন মেয়ে পূঁজা সরকার (৭)।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইননার্জ (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও পূত্রের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া চিকিৎসাধীন আছে গুরুতর আহত মেয়ে পুঁজা সরকার ।