মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে যে পাঁচ টাকার কয়েন আছে আমি তা জানিনা। আমি আজকে প্রথম পাঁচ টাকার কয়েন দেখলাম। এটা ই লিগ্যাল (অবৈধ)। বাংলাদেশ ব্যাংকের এ কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা এটা করতে পারেনা। আজ রোববার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অবৈধভাবে এ কয়েন ছেড়েছে। তারা এটা ঠিক করেনি, তাদের শুধু এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা ছিল। অর্থমন্ত্রী বলেন, আমার দেখা পাঁচ টাকার যে কয়েন বর্তমানে বাজারে রয়েছে, সেটির আইনগত বৈধতা ছিল না। এখন এই আইনের মধ্য দিয়ে সেই কয়েন বৈধতা পাবে।