শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে দিরাই থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে। দিরাই থানার অফিসার ইন-চার্জ মোঃ সাইফুল আলম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
দিরাই থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর গ্রাম থেকে হবিগঞ্জের মোহনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী নাজমা বেগমকে (৪২) ৮ কেজি গাঁজাসহ আটক করেন দিরাই থানার এসআই মিন্টু ও তার সঙ্গীয় ফোর্স। পরে তাকে আসামী করে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬-এর ১ সারণী ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১২, তারিখ ঃ ২৪-১১-২০২২ ইংরেজি। সর্বশেষ মাদক সম্রাজ্ঞী নাজমাকে কোর্টে পাঠানো হয়েছে বলে জানা যায়।