বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
‘স্মার্ট যুব, সম্বৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার দিরাই উপজেলা গণমিলনায়তন হলে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব সমাবেশ, যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও আনুষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ মোহন মিয়া চৌধুরী, এডভোকেট রিপা সিনহা, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রমুখ।