শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রতীক বরাদ্দের ৮ দিন পেরিয়ে গেলে এখনও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) নির্বাচনী আসনের কেন্দ্রস্থল দিরাই বাজারের কোথাও পোস্টার সাটানো হয়নি স্বতন্ত্রপ্রার্থী অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ মিজানুর রহমানের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সরেজমিন দিরাই পৌরশহরের বিভিন্ন অলি-গলিতে গিয়েও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের স্বতন্ত্রপ্রার্থী অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ মিজানুর রহমানের ঈগল প্রতীকের কোন পোস্টার চোখে পড়েনি। যেখানে অন্য প্রার্থীদের দিনরাত ঘাম ঝড়ানো প্রচারণা চলছে, সেখানে এখন পর্যন্ত অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ মিজানুর রহমানের ঈগল প্রতীকের কোন পোস্টার বা মাইকিং না থাকায় ভোটারদের কাছে স্বাভাবিকভাবেই সন্দেহ সৃষ্টি হচ্ছে যে, তিনি আদৌ নির্বাচনে আছেন কি না?
এ ব্যাপারে জানতে চাইলে অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান জানান, আমি এখন প্রচারণায় ব্যস্ত আছি, সব জায়গাতেই পোস্টার ও মাইকিং হচ্ছে। আমি শেষ পর্যন্ত নির্বাচনে আছি।