শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধের মামলায় আদালত অভিযুক্ত ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। গতকাল সুনামগঞ্জ জেলা আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের নুনু মিয়া ও সুমন চৌধুরী পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা ও গ্রাম্য আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে বন্দুক যুদ্ধে রূপ নেয়। এ ঘটনায় গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে নুনু মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২-কে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে ১১ জন আগাম জামিন নিয়ে আসলে গতকাল এই মামলার হাজিরা থাকায় বিজ্ঞ আদালত সুমন চৌধুরী ও তুহিন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।