মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের দিরাইয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন চেয়ারম্যান পদে দিরাই উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, মোঃ আজাদুল ইসলাম, প্রদীপ রায়, মোহাম্মদ গোলাপ মিয়া, রঞ্জন কুমার রায়। ভাইস চেয়ারম্যান পদে এ বি এম মনসুর, মোঃ এখলাছুর রহমান, মোঃ নাজমুল হাসান, ফয়সাল মিয়া কাওসার, রুহুল আমিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, মোছাঃ রিনা বেগম ও হাফসা বেগম।
দিরাই উপজেলা নির্বাচন কমকর্তা মিঠুন মল্লিক জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ি প্রথম ধাপের শেষ দিন সোমবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বনস্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ ৮ মে।