শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : গণতন্ত্র রক্ষার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্র আজ কোথায়? আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসে এমন প্রশ্ন রাখেন তিনি। ৬ ডিসেম্বর দেশের সব দল স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করলেও জাতীয় পার্টি (এরশাদ) দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তৃতা রাখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ডেইলি স্টার পত্রিকাও লিখেছে গণতন্ত্র কত দূর? জানি না, গণতন্ত্রের মুখ কখন দেখব।
বক্তৃতার এক পর্যায়ে ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত’ আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে কিনা উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চান। জবাবে তখন দলটির নেতা-কর্মীরা ‘না না’ বলে চিৎকার দিয়ে ওঠেন। এরশাদ তাঁদের থামিয়ে বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, এটা তাদের বুঝতে হবে। মানুষের মনের সংশয় দূর করতে হবে। আস্থা ফিরিয়ে আনতে হবে, যে তাদের অধীনে সব নির্বাচন সুষ্ঠু হবে।
এরশাদ বলেন, টিআইবি বলেছে বাংলাদেশে দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতি বাড়ছে। কোথায় যাচ্ছে সম্পদ, কীভাবে যাচ্ছে। আমরা সবই জানি। কিন্তু আমাদের বলার সাহস নেই। জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সভাপতিম-লীর সদস্য এস এম ফয়সাল চিশতী, দেলোয়ার হোসেন খান, মীর আবদুস সবুর আসুদ ও সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।