মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মানবাধিকার ভূলুণ্ঠিত: ফখরুল

মানবাধিকার ভূলুণ্ঠিত: ফখরুল

fakrul pic_107282আমার সুরমা ডটকম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, দুনিয়াজুড়ে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। আরবে বিমান থেকে বোমা মেরে লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। মানবাধিকার নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড চলছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশে অসংখ্য নেতাকর্মী গুম, অনেকেই পঙ্গু। পুলিশ ধরে নিয়ে তাদের পঙ্গু বানিয়েছে। ক্রসফায়ারে যে কত মানুষ নিহত হয়েছে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে। সরকার একদিকে মানবাধিকারের কথা বলছে, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশের সবকিছুই আছে, আবার কোনো কিছুই নেই। বিচার বিভাগ আছে। কিন্তু স্বাধীনতা কতটুকু আছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে।’
অনষ্ঠানে প্রধান আলোচক হিসাবে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘আমাদের দেশের মানবাধিকার কমিশন বলেছে শতকরা ৭৭ ভাগ মানবাধিকার লঙ্ঘিত হয় পুলিশ দিয়ে। যারা আমাদের রক্ষা করে তাদের এ অবস্থা। এ অবস্থার অবসান চাইলে অশ্রু বিসর্জন না করে রাজপথে নামতে হবে।’ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং ২০১৩ সাল থেকে গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com