মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি হাতকড়াসহ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দিরাই থানার এসআই মহাদেব বাচার নেতৃত্বে পুলিশ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুল হাসেম হত্যা মামলার অন্যতম আসামি মৃত শুকুর মাহমুদের ছেলে ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার লাল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর তার সমর্থিত লোকজন পুলিশের ওপর দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিরাই থানার এসআই মহাদেব বাচা জানান, আসামী ধরতে গিয়েছিলাম, আমাদের আগমন টের পেয়ে পালিয়ে যায়, তবে তাকে গ্রেফতারে অভিযান চলছে।