রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের সঙ্গে দেয়া হলফনামায় ইচ্ছেমত তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ ও তুলনামূলক চিত্র প্রকাশ করা হয়। এসময় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, হলফনামায় যথেচ্ছাচার হয়েছে। প্রার্থীরা ইচ্ছেমত তথ্য সরবরাহ করেছেন। এসব খতিয়ে দেখার কেউ নেই। অথচ নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এসব তথ্য যাচাই করা। সুজন-এর প্রকাশিত হলফনামা বিশ্লেষনে দেখা যায়, এবারের পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক চতুর্থাংশ মেয়র প্রার্থী বিদ্যালয়ের গন্ডি পেরুতে পারেননি। ৭২ দশমিক ১২ শতাংশ মেয়র প্রার্থী ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে সুজন-এর নির্বাহী সদস্য হামিদা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, কেন্দ্র্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।