শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম :সিলেটে প্রকাশ্য দিবালোকে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির গেট থেকে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা জানান, নগরীর বন্দরবাজারে রংমহল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে টেনেহিঁচড়ে একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায় একদল যুবক। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলেও গাড়িটি আটকাতে পারেন নি। তবে গাড়িটির নম্বর লিখে রাখতে সক্ষম হয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। রংমহল টাওয়ারে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে। অপহৃত তরুণী সেখানকার ছাত্রী হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানিয়েছেন, অপহৃত তরুণীর পরিচয় উদঘাটনে ও অপহরণকারীদের ধরতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে।