রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : নির্বাচনে সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রার্থীদের পক্ষে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে জাতীয়পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআই এম ফজলে রাব্বি চৌধুরী। শুক্রবার জাতীয়পার্টির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, গত ৩০ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী শাসক গোষ্ঠির গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদি আচরণ আরেকবার ফুটে উঠেছে। সারাদেশে অধিকাংশ ভোট কেন্দ্রে বিরোধী প্রার্থীর এজেন্টদের মারধর ও কেন্দ্র দখলসহ সর্বত্র সহিংসতা সৃষ্টি করেছে। সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে তাদের দলীয় প্রার্থীদের পক্ষে ব্যবহার করেছে। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সরকার ব্যর্থ হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি। সভায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুক্রবার ভোর ৬টায় আনুষ্ঠানিকভাবে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে শুরু হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড: টিআই এম ফজলে রব্বি চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামাল হায়দার জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন। পরবর্তিতে তাঁরা পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত জননেতা কাজী জাফর আহমদ-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও কাজী জাফর আহমদ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শন পূর্বক মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে গুলশান কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি