শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম :
শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদনে যেসব পুলিশ সদস্যের নাম এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু রাজন হত্যায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেই প্রতিবেদন যে সব পুলিশ সদস্যদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশের বিরুদ্ধে ৪২৪ পৃষ্টার প্রতিবেদনটি জমা দেয়া হয়।