শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জ সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আজ বেলা ১টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মী সাহাজুল কাজীর সঙ্গে মইনুলের কথা কাটকাটি হয়। পরে এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের দুই কনস্টেবলও আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে গেলে পরিস্থিতি শান্ত হয়। সদর থানার ওসি হারুনুর রশিদ জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।