বুধবার, ০২ Jul ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : গাজীপুরে ইজতেমাস্থল থেকে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে এ বোমাগুলো উদ্ধার করে পুলিশ। রোববার সকাল ১১টা ৪০ মিনিটে ইজতেমার পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ এসব কথা জানান। তিনি বলেন, ইজতেমা ময়দান থেকে তিন কিলোমিটার উত্তরে তারগাছ নামক এক স্থানে বালুর মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫টি টাইম বোমা ও একটি রিমোট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে আতঙ্ক সৃষ্টি করার জন্যই কেউ সেখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।