শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ ১ জনকে করেছে র্যাব-৯। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে র্যাব-৯ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। আটককৃত আসামীর নাম সাইফুল আলম (৩০)। সে গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের সরকারের বাড়ি আশরাফ আলীর ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রুস্তমপুর ইউনিয়ন পাতনি গ্রামের “পাতনি বার্ড প্রাইমারি স্কুল” এর সামনে প্রধান সড়কের উপর থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ সাইফুল আলমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল এবং আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।