মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের দু’টি স্মারক গ্রহণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সেনানিবাসে ইবিআর সেন্টারে ইবিআর কমান্ডার্স সম্মেলনে সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে আজ আবেগ-আপ্লুত পরিবেশে স্মারক দু’টি গ্রহণ করেন প্রধানমন্ত্রী।এ সময়ে প্রধানমন্ত্রীর দু’চোখ বেয়ে পানি পড়ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সময় নীরব থেকে তাঁর চোখের চশমা খুলে চোখ পরিষ্কার করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেখ কামাল ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইবিআরএ জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন। শেখ কামাল ও শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালরাতে তাদের পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদৎবরণ করেন।