রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীয় স্বার্থেই পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চিন্তা করছে না সরকার। তিনি আরো বলেন, সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। টানাপোড়েন হলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে- এমন নয়। যুদ্ধের সময়ও কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে। পৃথিবীতে এমন অনেক নিদর্শনও আছে। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা আমাদের জন্য জরুরি কি না?-এমন প্রশ্ন করেন আব্দুল মান্নান। মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে মাথায় রাখতে হবে। সে কথা চিন্তা করেই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সর্ম্পক মূল্যায়ন ও পদক্ষেপ নিয়ে থাকি। পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।