সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে বর্তমানে আওয়ামীলীগ ছাড়া আর কোন দল নেই। বিএনপি জামায়াত অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা রাজনীতি করবো কার সাথে? এখনতো দেখছি আওয়ামীলীগের সাথে আওয়ামীলীগেরই রাজনীতি করতে মাঠে নামতে হবে। শনিবার বিকেলে শহরের ঝিলটুলী চৌরঙ্গির মোড়ে নবনির্মিত ফরিদপুর কেন্দ্রিয় শহীদ মিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডিমন্ত্রী একথা বলেন। এলজিআরডিমন্ত্রী বলেন, বাঙালী জাতি সত্ত্বার উম্মেষ ঘটেছে ৫২’র ভাষা আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত শহীদ মিনারকে কেন্দ্র করে। শহীদ মিনার আমাদের বাঙালী জাতি সত্ত্বার ঠিকানা। যারা শহীদ মিনার চায় না তারা কখনো বাঙালী হতে পারেনা। দেশের প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মানের ঘোষনা দিয়ে মন্ত্রী বলেন, বাংলা ভাষা বিশ্বাস করে না এমন কোন বাঙালী পৃথিবীতে নেই।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।