সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ে চৌদ্দ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে, আর এ ঘটনায় ছাত্রী পিতা বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে সুনামগেঞ্জর দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সুন্দরবন গ্রামের সুরুজ আলীর বাড়ির লোকজন রাতের খাবার শেষে ঘরে ঘুমিয়ে পড়েন। তবে তার মেয়ে গচিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৪) এ সময় পড়ার মধ্যে ছিল। পার্শ্ববর্তী বাড়ির আব্দুল হকের ছেলে আলী নূর (১৯) কৌশলে তার ঘরের মধ্যে ঢুকে ফুসলিয়ে বাহিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে রাতেই আলী নূরের আত্মীয় বাড়ি পার্শ্ববর্তী উপজেলা দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গ্রামের নিয়ে যায়। সকালে ঘরের মধ্যে মেয়েকে না পেয়ে অনেক সন্ধান করার পর তাকে পেয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে ধর্ষিতা মেয়ের পিতা সুরুজ আলী বাদি হয়ে ধর্ষক আলী নূরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন-২০০৩)-এর ৭/৯(১) দণ্ডবিধি ধারায় দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-০৯/০৩/২০১৬। এ ঘটনার পর ধর্ষক আলী নূর পলাতক রয়েছে বলে জানা গেছে।