মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটে ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মধ্যে চার নারীসহ ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক রুকনুজ্জামান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বুধবার রাতে ভুমিকম্পের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা বিভিন্নভাবে আহত হয়েছেন। এদের মধ্যে একজনের পা ভেঙেছে, চারজন ভয়ে জ্ঞান হারান এবং বাকিরা হাত-পা-মাথায় আঘাত পেয়েছেন বলে জানান তিনি। রুকনুজ্জামান জানান, বুধবার রাত ৮টার কিছু আগে ভূমিকম্পের পর সাড়ে ৮টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্বজনরা।