শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর লন্ডন মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হত্যার হুমকির শিকার শান্তিগঞ্জ প্রেসক্লাব সদস্য, থানায় জিডি
দুর্নীতির কারণে কাঙ্খিত সাফল্য অর্জিত হচ্ছে না: মেনন

দুর্নীতির কারণে কাঙ্খিত সাফল্য অর্জিত হচ্ছে না: মেনন

menon pic_124924আমার সুরমা ডটকম দুর্নীতির কারণে কাঙ্খিত সাফল্য অর্জিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শুক্রবার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি মনে করি সরকার কতগুলো ক্ষেত্রে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারছেন না। এজন্য বাংলাদেশে ব্যাপক দুর্নীতির বিস্তার ঘটেছে। এটা আমাদের উন্নয়নের জন্য বাধা বলে আমি মনে করি। মেনন জানান, দুর্নীতির বিস্তার ঠেকানো গেলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও আড়াই শতাংশ বেশি হত। ‘‘দুর্নীতিকে যদি বাদ দিতে পারতাম তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও ২ দশমিক ৫ শতাংশ বেড়ে যেত বলে আমাদের ধারণা। এই ক্ষেত্রে সরকারের দুর্বলতা রয়েছে বলে আমি মনে করি।” ব্যাংকখাতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি বলে স্বীকার করেন সরকারের এই মন্ত্রী। “ব্যাংকগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রয়োজন সরকারের ছিল তা সঠিকভাবে করতে পারিনি। নিশ্চিতভাবে বেশ কিছু টাকা লুটপাটের ঘটনা ঘটেছে।” বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদনে কোন কোন অভ্যন্তরীণ দূর্বলতার জন্য এটা ঘটেছে তা উল্লেখ করেছেন বলেও জানান তিনি। “আমি ব্যক্তিগতভাবে মনে করি-প্রশাসনিকভাবে নয়, অনেক বেশি রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই যুক্তিযক্ত। কারণ এতে জনগণকে পাশে নিয়েই মোকাবেলা করা যায়। বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ বা সহনশীলতার যে প্রয়োজন এর অভাববোধ লক্ষ করছি।” কারও মত প্রকাশের স্বাধীনতাকে সরকার সংকুচিত করেনি দাবি করে তিনি বলেন, “কেউ সেলফ সেন্সরশিপ করলে সেটা তার ব্যাপার।” নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলে মনে করেন মন্ত্রী মেনন। কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘সরকারের হয়ে’ কাজ করার অভিযোগ করে আসছে দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com