শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুন:শুনানির বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দুই দিনব্যাপী ২১তম বার্ষিক জেলা কনভেনশন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি সর্বোচ্চ আদালতে রায় ঘোষণার পর পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলার পুন:শুনানি হবে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই ১৬৮টি মামলার মধ্যে ১৬১টি মামলার রায় লেখার দায়িত্বে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আর বাকি ৭টি মামলার রায় লেখার দায়িত্ব ছিল সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের। পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় থাকা ১৬৮টি মামলা পুনঃশুনানি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি আমি বিস্তারিত জানিনা। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।