বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ১৮ জুলাই সময় নির্ধারণ করেছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, রোববার আদালতে খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন নির্ধারিত ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। বিচারক সময়ের অবেদন মঞ্জুর ও নতুন করে দিন ধার্য করেছেন। মামলাটি বিচারের জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দিয়েছেন বিচারক বলে জানান তিনি।