মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দ্বিতীয় বারের মতো আবারো পেছাতে পারে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিলের তারিখ। আগামীকাল শনিবার দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিতব্য দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলে তখন তারিখ পরিবর্তন করে ১০ ও ১১ জুলাই সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারন করা হয়। কিন্তু, দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি মুখ্য ছিল না, সাধারণ সম্পাদক পদ নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলই ছিল মূল কারণ। দলের একটি অংশ ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাচ্ছে। আর আরেকটি গ্রুপ চাচ্ছে সৈয়দ আশরাফুল ইসলামকে। এসব কোন্দল প্রকাশ্যে রুপ পাওয়ার আগেই দলীয় সেভানেত্রী কাউন্সিলের তারিখ পরিবর্তন করেন। তবে, এখন ঠিক কী কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন হতে পারে এটা এখনও জানা যায়নি।