রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসি সূত্রে জানা গেছে, প্রতিদিনের শুক্রবার সকালে গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল ওদুদ (৫০) গ্রামের পশ্চিমের হাওরে মাছ ধরতে যায়। অনুমান সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাত শুরু হলে তিনি সেখানেই মারা যান। প্রতিদিনের ন্যায় আব্দুল ওদুদ সময়মত বাড়িতে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। পরে সন্ধ্যার আগে হাওরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবারে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে।