বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে বিদায়ী রাষ্ট্রদূতের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশ-কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে সে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল দাফিরি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।