শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: দেশের প্রখ্যাত আলেম, সুবক্তা, মুনাজিরে ইসলাম, মাদরাসায়ে নুরে মদীনা শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী অসুস্থ। প্রচন্ড কোমরের ব্যথার কারণে আমেরিকার সফর বাতিল করে জরুরী ভিত্তিতে দেশে এসে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে বসুন্ধরা রিসার্চ সেন্টারে (মাদরাসা) অবস্থান করে এ্যাপোলোর ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। জমিয়ত নেতা আলহাজ্ব ইমরানুল বারী সিরাজী জানান, বিভিন্ন টেস্ট করা হয়েছে। কোন সমস্যা ধরা পড়েনি। তবে এখনো ব্যথা কমছে না। অনেকে ধারনা করছেন জাদু-টোনার কারণে প্রচন্ড ব্যথা অনুভব করছেন। ওলীপুরীর বড়মেয়ের জামাতা মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী এই খবরটি নিশ্চিত করেছেন এবং দেশবাসী ও উলামায়ে কেরামের নিকট হজরতের রোগ মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন।